• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০১:২০ পিএম

ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধ

ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা- ছবি: জাগরণ

ঢাকার ধামরাইয়ে বেতন ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি বেভারেজ কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে ২ ঘণ্টা পর সড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। 

সোমবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। 

শ্রমিকরা জানায়, দৈনিক ন্যূনতম ১২০ টাকা মজুরিতে তাদের কারখানার প্রায় ৬’শ শ্রমিক কাজ করে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ পদোন্নতি ও বেতন বৃদ্ধি সুবিধার প্রতিশ্রুতি দিয়েও দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে তালবাহানা করছিল। এরই দাবিতে আজ উপায়ন্তু না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ এসে তাদের দাবির ব্যাপারে মালিকপক্ষের সাথে কথা বলে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়। 

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। শ্রমিকরা আসলে তাদের দাবিগুলো ঠিক মত বলতে পারছে না। তারপরও মালিকপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের কথা জানালে শ্রমিকরা সড়ক ছেড়ে কাজে যোগদান করেন। এরপর সড়কটিতে দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।


টিএফ