• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০৯:০১ পিএম

তিন জেলার ৩৯ জনপ্রতিনিধির চাঁদপুরে শপথ

তিন জেলার ৩৯ জনপ্রতিনিধির চাঁদপুরে শপথ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সার্বিক ব্যবস্থাপনা ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুরের ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৯ জনপ্রতিনিধি শপথ নিবেন।  মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

আয়োজনে শপথ গ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান তসলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। হাজীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরদা, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন। শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদ উল্যাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার। কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম। মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম.এ.কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা বেগম। মতলব দণি উপজেলায় এইচ.এম. গিয়াস উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু।

তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার। রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার। রায়পুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। রামগতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহীদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা। কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার।

দ্বিতীয় ধাপে নির্বাচন হওয়া নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও ভাইস চেয়ারম্যান ওবায়দ উল্যাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান জানান, চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলার জনপ্রতিনিধিগণ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নিলেও এবার চাঁদপুরের ৭ উপজেলা, লক্ষ্মীপুরের ৫ উপজেলা ও নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ চাঁদপুরে শপথ নিবেন।

কেএসটি