• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০৮:২৬ পিএম

ফকির আলমগীরের কন্ঠে শ্রম দিবসের গান

ফকির আলমগীরের কন্ঠে শ্রম দিবসের গান

‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা
ভালোবাসা তুমি আপসের কাছে বন্দি মানবতা
ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন
ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন।’
 
এমন কথার গানটি গেয়েছেন ফকির আলমগীর। এটি লিখেছেন লিমন আহমেদ। এর সুরারোপ করেছেন মুরাদ নূর ও সংগীতায়োজনে অভিজিৎ জিতু। মহান শ্রমিক দিবস উপলকক্ষে আগামী ১ মে নতুন গানটি প্রকাশ হতে যাচ্ছে। অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের কথাই বলা হয়েছে সেই গানের মাধ্যমে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

এ প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘অনেক দিন পর মৌলিক একটি গান গাইলাম। তাও আবার মেহনতি মানুষের অধিকার বিষয়ক। ভিন্নধর্মী গানটি কন্ঠে তুলে ভালো লাগলো। গীতিকার লিমন ও সুরকার নুরের এই প্রয়াস আমাকে মুগ্ধ করেছে। আশা করি, গানটিও দর্শক-শ্রোতাকে মুগ্ধ করবে। কারণ আমি আবেগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি।’

গীতিকার লিমন আহমেদ বলেন, ‘আমাদের এই গান বিশ্বের সব মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধার নিবেদনের জন্য। একটু ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি মানুষ নিজেকে শ্রমিক ভেবে অপরের অধিকারের প্রতি সচেতন থাকার প্রেরণা পাবেন। মুরাদ নূর ভাইকে ধন্যবাদ গানটি সুন্দর সুর করার জন্য। আর শিল্পী ফকির আলমগীর চমৎকার গেয়েছেন গানটি। তার কন্ঠে গানটি সুন্দর মানিয়েছে।’ 

সুরকার মুরাদ নূর বলেন, ‘বিশ্ব শ্রম দিবসের জন্য এত সুন্দর একটি গান রচনার জন্য লিমনকে ধন্যবাদ। আসলে গানের কথা আমার কাছে এত ভালো লেগেছে যে, আমি খুব আবেগী হয়ে গেছি। তাই গানটির সুর করেছি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে। তাছাড়া ফকির আলমগীরের মতো বড় মাপের একজন শিল্পী গানটি যেভাবে গেয়েছেন তাতে আমি খুবেই আনন্দিত।’

গানটির সঙ্গীত আয়োজক মুরাদ নূর জানান মে মাসের প্রথমদিন ‘ভালোবাসা তুমি’ গানটির ভিডিও সিডি ভিশনের ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

এসজে/