• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০১৯, ০৯:০১ পিএম

তাপমাত্রা আর বাড়বে না : আবহাওয়া অফিস

তাপমাত্রা আর বাড়বে না : আবহাওয়া অফিস
-প্রতীকী ছবি

সারাদেশে বাড়ছে তাপমাত্রা। অস্বস্তিকর গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠছে। তবে আগামী দু’দিন তাপমাত্রা আর বাড়বে না। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এমনই পূর্বাভাস দিয়েছে ঢাকার আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দৈনিক জাগরণকে জানান, আগামী দু’দিন ঢাকার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এটাকে কোনোভাবেই মৃদু তাপপ্রবাহ বলা যাবে না। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই কেবল আবহাওয়ার ভাষায় তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন তারতম্য ঘটবে না। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এইচ এস/একেএস