• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০১৯, ১২:২২ পিএম

‘গণহত্যা ১৯৭১ নওগাঁ’ গ্রন্থের মোড়ক উম্মোচন

‘গণহত্যা ১৯৭১ নওগাঁ’ গ্রন্থের মোড়ক উম্মোচন
‘গণহত্যা ১৯৭১ নওগাঁ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য ব্যক্তিবর্গ

মুক্তিযুদ্ধ চলাকালীন নওগাঁ জেলায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যা উপর রচিত গ্রন্থ ‘গণহত্যা ১৯৭১ নওগাঁ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে ‘একুশে পরিষদ নওগাঁ’। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য সাংবাদিক দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, পরিকল্পনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও পরিকল্পনা সচিব সৌবেন্দ্রনাথ চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি সৈয়দ আবদুল মকসুদ।

গ্রন্থটিতে ১৯৭১ সালের ৬৭টি স্থানের গণহত্যার ইতিহাস রয়েছে। রয়েছে কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার কথা। এছাড়াও গ্রন্থটিতে রয়েছে কয়েকজন শহীদ বুদ্ধিজীবী হত্যার বর্ণনা। ১২৮ পৃষ্ঠার গ্রন্থটি সম্পাদনা করেছেন একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এমএম রাসেল।

এসজে/এসকে