• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৫:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০৫:৫৫ পিএম

বৈশাখে রচিত পঙক্তিমালা

শেলী শামসের কবিতা

শেলী শামসের কবিতা

 

খুঁজি শুধুই খুঁজি

কোনো এক হিম হিম বিকেলে
রোদ যখন ঘরে ফেরে
নীড়ে ফেরায় ব্যস্ত পাখির ডানায়
শেষ আলিঙ্গন গোধূলীর
সেই ক্ষনে আমি
খুঁজি শুধুই খুঁজি
নিজেকে....

আকাশ নীল

আজলা ভরে নিলাম এক সমুদ্র লোনা জল
এক আকাশ নীল।
গোধূলীর শেষ বিকেলের সাথে সূর্যাস্তের প্রণয়।
বালুকা বেলায় রাশি রাশি সুখের মূহুর্ত--
আর আমি --
তোমাতে বিলিন হয়ে থাকি নিঃশ্বাসের
সাথে ছুঁয়ে যাওয়া লোনা বাতাসে জলজ
ঘ্রানের মত।

বুকের ভেতরে সমুদ্র

সমুদ্র তটের বালিয়ারীতে আজ প্রতিটি ধূলিকনা
 দিয়ে আজ লিখে যাই ভালোবাসি তোমায়।
ভালোবাসি নাড়ীর সেই বন্ধনের মায়ায়
ভালোবাসি এ জীবন দানের ঋনে।
বুকের ভেতরে সমুদ্রের ঢেউ গুলো
আছরে পরে... আর্তনাদ করে উঠে,
যখন মনে হয় ---
আর কোনো সূর্যাস্ত হয়তো দেখা হবে না এমনি করে।
কি জানি --
হয়তো পাবো না সময় এক সাথে হাত ধরে
পায়ের নীচে ঢেউ গোনার
অথবা
আতংকে আমার হাত শক্ত করে ধরার।


 আমার মা

মা,তোমার স্বপ্নের মত হয়তো আমি হতে পারিনি, 
কত অপারগতায় ডুবে আছি।
এমন কি তোমার স্বপ্ন গুলো কে ছুঁতেও পারিনি। 
অনেক সাদামাটা করে গড়ে তুলেছিলে যে আমায়! 
তোমার মানবিকতার ছোঁয়া টুকু ধারন করার চেষ্টা করে যাচ্ছি। 
মানুষ কে ভালোবাসতে শিখিয়েছো।

এই একটা জিনিস ই পরিপূর্ণ ভাবে শিখেছি তোমার কাছ থেকে।

জীবন ও আমায় ভালোবাসতেই শিখিয়েছে।

আমি মানুষ কে ভালোবেসে শূন্য যতটুকু হয়েছি, পূর্ণতা পেয়েছি তার চেয়েও বেশী। তোমায় অনেক ভালোবাসি "মা "।
তুমি আমার পরিপূর্ণ পৃথিবী।
সমুদ্র তটের বালিয়ারীতে আজ প্রতিটি ধূলিকনা দিয়ে আজ লিখে যাই ভালোবাসি তোমায়।
ভালোবাসি নাড়ীর সেই বন্ধনের মায়ায়


ভালোবাসি এ জীবন দানের ঋনে।
বুকের ভেতরে সমুদ্রের ঢেউ গুলো
আছরে পরে... আর্তনাদ করে উঠে,
যখন মনে হয় ---

আর কোনো সূর্যাস্ত হয়তো দেখা হবে না এমনি করে।
কি জানি --
হয়তো পাবো না সময় এক সাথে হাত ধরে
পায়ের নীচে ঢেউ গোনার
অথবা
আতংকে আমার হাত শক্ত করে ধরার।