• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০৮:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০১৯, ০২:৫০ এএম

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঐক্যফ্রন্ট

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঐক্যফ্রন্ট

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় এক বাংলাদেশি শিশুসহ ২৯০ জন নিহত ও ৫ শতাধিক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্ট মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ
নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, আ স ম অবদুর রব, আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক নুরুল আমীন বেপারি এ যৌথ বিবৃতি দিয়েছেন। 

জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

টিএস/ এফসি