• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০৭:৪৬ পিএম

জ্ঞানভিত্তিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: জয় 

জ্ঞানভিত্তিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: জয় 
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়- ফাইল ছবি

 

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, উন্নত দেশের মত জ্ঞানভিত্তিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং ‘বিপিও সামিট বাংলাদেশ-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রোববার (২১ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনটির চতুর্থ আয়োজনের উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, সারা বিশ্বে শিল্প বিপ্লবের পর দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে কাজ শুরু হয়। সেই ধারাবাহিকতায় এক রকম কারও সাহায্য ছাড়াই বেসরকারি খাতে পোশাক শিল্প গড়ে তোলে বাংলাদেশ।

বর্তমানে এ শিল্পটি রফতানির সব চেয়ে বড় খাতে পরিণত হয়েছে। সে লক্ষ্যেই আইসিটি খাতে উন্নয়নের জন্য যথেষ্ট উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বর্তমানে দুটি সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত আছে বলেও জানান তিনি।

২ দিনের এ আয়োজনে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী ও বিপিও খাতসংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।

জেড এইচ/টিএফ