• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ০৮:৪২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০২:৫৯ এএম

স্মিথের ছোঁয়ায় বদলে গেল রাজস্থান, হারিয়ে দিল মুম্বাইকে  

স্মিথের ছোঁয়ায় বদলে গেল রাজস্থান, হারিয়ে দিল মুম্বাইকে  

দলের বাজে পারফরমেন্সের কারণে আজিঙ্কা রাহানেকে সরিয়ে স্টিভ স্মিথের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছিল রাজস্থান রয়্যালস। আর অধিনায়ক পাল্টেই যেন বদলে গেল আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের চেহারা। আগের ৮ ম্যাচে মাত্র ২টি জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও আজ শনিবার (২০ এপ্রিল) পয়েন্ট টেবিলের দুয়ে থাকা শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। 

জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজস্থানের নতুন অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার কুইন্টন ডি ককের অর্ধশতকে ১৬১ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই। তবে অধিনায়কত্ব পেয়েই ব্যাট হাতে জ্বলে ওঠা স্মিথের অপরাজিত ৫৯ ও রাহুল ত্রিপাঠির বদলে দলে সুযোগ পাওয়া রিয়ান পরাগের ৪৩ রানের সুবাদে ৫ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। 

স্মিথ-পরাগদের সামলাতে না পেরে হতাশ হয়ে পড়েন হার্দিক পান্ডিয়া - ছবি : টুইটার 

লক্ষ্য তাড়া করতে নামা রাজস্থান তাদের প্রথম উইকেট হারায় দলীয় ৩৯ রানে। আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে সফরকারীদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন রাহুল চাহার। রাজস্থানের সাবেক অধিনায়ক ফেরেন ১২ রান করে। দারুণ খেলতে থাকা সঞ্জু স্যামসন ফেরেন ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে। রাজস্থানের সংগ্রহ তখন ৭৬। এরপর দলীয় স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই ফেরেন বেন স্টোকস। তিনি সাজঘরে ফেরেন শূন্য রানেই।  

এরপর অবশ্য ম্যাচ ঘুরিয়ে দেয়া জুটি গড়ে তোলেন স্মিথ ও রিয়ান পরাগ। মুম্বাই বোলারদের শাসন করে দলকে তারা এগিয়ে নিতে থাকে জয়ের বন্দরে। স্মিথ কিছুটা ধরে খেললেও, মারমুখী ব্যাট চালাতে থাকেন পরাগ। এর মাশুলও দিতে হয়েছে তাকে। দ্রুত রান তুলতে গিয়ে ফিফটির দ্বারপ্রান্তে থাকলেও ৪৩ রানে রানআউটের ফাঁদে পা দেন তিনি। তবে দলের ওপর আর কোনো বিপদ আসতে দেননি স্মিথ। স্টুয়ার্ট বিনিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। 

আরও পড়ুন