• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৩:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০৩:৩৭ পিএম

ইমরুলকে বিশ্বকাপ স্কোয়াডে নেয়ার দাবিতে মানববন্ধন 

ইমরুলকে বিশ্বকাপ স্কোয়াডে নেয়ার দাবিতে মানববন্ধন 

 

ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত স্কোয়াড থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসকে বাদ দেয়ায় ক্ষোভে ফুঁসছেন মেহেরপুরের সর্বস্তরের মানুষ। 

বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও ইমরুলকে বলির পাঠা হতে হয়- এমনটা মনে করেন ইমরুল কায়েসের নিজ জেলা মেহেরপুর জেলার মানুষ। 
বিসিবিকে দুষছেন। 

এ দাবিতে রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে ইমরুল কায়েসকে বিশ্বকাপ স্কোয়াডে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, অন্যায়ভাবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়েছে তাকে। যেকোনোভাবে তাকে বিশ্বকাপ দলে খেলার সুযোগ দিতে হবে। 

মানববন্ধনে ক্রিকেটপ্রেমী জাহিদ ইকবাল সিমন, সাইদুর রহমান উজ্জ্বল, মিলন হোসেন, মাসুদ রানা, আরিফুল ইসলাম ডলার বক্তৃতা প্রদান করেন।
 
বক্তারা বলেন, গত কয়েকটি সিরিজে ইমরুল ধারাবাহিক পারর্ফম করেছেন। তামিমের যোগ্য উত্তরসূরি হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন। অথচ ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে, যা বিশ্বের কোনো দলের ইতিহাসে নেই। 

বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও কীভাবে বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেয়া হয়, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন বক্তারা। দ্রুত বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

আরআইএস