• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১, ২০২১, ১০:১৫ এএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ১০:২১ এএম

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০ 

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০ 

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। খবর বিবিসি

শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী পুল-ই-আলমের একটি অতিথিশালায় এ বিস্ফোরণ ঘটে। এ সময় কিছু শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে। অনেকেই চাপা পড়েন।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

এ হামলার সময় আশপাশের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টেনেকজাই।

এখনো কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।