• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২১, ০২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ০২:১১ পিএম

ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামের বিরুদ্ধে। 

এই অভিযোগে শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১০টায় তাকে আটক করে পুলিশ। এর আগে দুপুরে ইউএনও থানায় একটি লিখিত অভিযোগ দেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও জানান, “দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের প্রায় ১৮ লাখ টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাত করেছেন পিআইও।”
 
ইউএনও ফাহেমা তুজ জোহরা বলেন, “আমার স্বাক্ষর জাল করে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের টাকা আত্মসাৎ করেছেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। এ বিষয়ে আমি মাধবপুর থানায় অভিযোগ দিয়েছি।”