• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১, ২০২১, ০৯:৪৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ১০:০৬ এএম

এবার গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ১৮

এবার গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ১৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে করোনা আক্রান্ত অন্তত ১৮ জন রোগী মারা গেছেন। খবর এনডিটিভি

শনিবার (১ মে) ভোররাতের দিকে ওই রাজ্যের ভুরুচে একটি ওয়েলফেয়ার হাসপাতাল এ ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভুরুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার কাজেই ব্যবহার করা হচ্ছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১২ জন করোনা রোগী মারা গেছেন। দগ্ধ ছয়জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ দগ্ধ হয়।

ভুরুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা বলেছেন, “হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে।”

এর আগে বুধবার (২৮ এপ্রিল) ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। এতে মারা গেছেন চার করোনা রোগী।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে।