• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০, ১১:০০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০২০, ১১:০০ এএম

কোম্যানের অধীনে বার্সেলোনার প্রথম হার

কোম্যানের অধীনে বার্সেলোনার প্রথম হার
স্পট কিক থেকে বার্সেলোনার জালে বল জড়িয়ে জেইমি মাতার উদযাপন। লা লিগা টুইটার অ্যাকাউন্ট

নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে লা লিগায় এবারের মৌসুমে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল স্পানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে কোলিসেয়াম পেরেজে অনুষ্ঠিত ম্যাচে গেটাফের বিপক্ষে ১-০ গোলে হেরেছে কাতালান ক্লাবটি।এক সপ্তাহ পরে সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর আগে এটি মেসিদের জন্য বড় এক ধাক্কা।   

নিজেদের মাঠে লড়াকু ফুটবল খেলা গেটাফে ম্যাচের আগে নিজেদের নাম পাল্টে ফেইথ ফুটবল ক্লাব রাখে। নতুন এই নাম ধারণ করে তারা ২০১১ সালের পর আবারো বার্সেলোনার বিপক্ষে জয়ের মুখ দেখল। 

আগের ম্যাচে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে গোলশুন্য ড্র করা ম্যাচের দলে বেশকিছু পরিবর্তন আনেন কোম্যান। ফুলব্যাকে খেলেন শুরুর একাদশে থাকা বার্সেলোনার হয়ে এদিন অভিষিক্ত যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার সার্জিনো ডেস্ট, উইঙ্গার পেদ্রো গঞ্জালেস এবং ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ৪-২-৩-১ থেকে সরে দলকে খেলান ৪-৩-৩ ফর্মেশনে বার্সা মাঠে নেমেছিল।

আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ১৮ মিনিটে সুচো হার্নান্দেজের বাড়ানো বল পেয়ে নেমাঞ্জা মাক্সিমোভিচ গোলরক্ষক বরাবর শট নেয়ায় গোল পাননি। ২ মিনিট পর সার্জিনো ডেস্টের পাসে বল পাওয়া লিওনেল মেসির দুরন্ত গতির শট পোস্টে লেগে ফিরে আসায় অতিথিদের কপাল খোলেনি। ৩০ মিনিটের মাথায় পেদ্রো গঞ্জালেসের কাছ থেকে বল পেয়ে পোস্টের অনেক উপর দিয়ে শট নিয়ে অবিশ্বাস্যভাবে গোলের সুযোগ নষ্ট করেন ফ্রেঞ্চম্যান আঁতোয়ান গ্রিজম্যান। 

বিরতির পর ডি-বক্সের ভেতর মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং স্বাগতিক দলের ডিজেনে ডাকোনামের পায়ে আঘাত করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দিলে ৫৬ মিনিটে স্পট কিক থেকে গোল করে গেটাফেকে এগিয়ে দেন জেইমি মাতা।   

গোল হজমের পর ৬২ মিনিটে ফিলিপে কুতিনহো এবং আনসু ফাতিকে মাঠে নামান কোম্যান। তাতে বার্সেলোনা আক্রমণে গতি বাড়াতে সক্ষম হলেও তারা গেটাফে গোলরক্ষকের কঠিন পরীক্ষা নিতে পারেনি। ৮৯ মিনিটে সুচো হার্নান্দেজ বার্সা গোলরক্ষককে একা পেও অনেক উপর নিয়ে শট নেয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি।  

ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে জেরার্ড পিকের পাসে বল পেয়ে বাম পায়ে নেয়া শট মেসি লক্ষ্যে রাখতে পারেননি। দুই মিনিট পর দেস্তের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দিচ্ছিলেন ডিজেনে। ক্রসবারে লেগে ভাগ্যক্রমে বল ফিরলে বার্সেলোনাকে বধের আনন্দ নিয়ে গেটাফে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুস্কেটস বলেন, আজকে আমাদের দিন ছিল না। আমরা শুধু প্রথমার্ধে ভালো খেলেছি এবং একাধিক গোলের সুযোগ ছিল। আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হতে চলেছে। ১-০ তে এগিয়ে যাওয়ায় তারা (গেটাফে) স্বস্তিদায়ক অবস্থানে চলে যায়। আমাদের আরও গতিময় ছন্দে খেলা উচিৎ ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। যদিও আমরা চেষ্টা করেছি এবং শেষদিকে আক্রমণ করেছি। 

এসইউ