• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৫:৫৯ পিএম

প্রাতিষ্ঠানিক নয়, হোম কোয়ারেন্টিনে বাংলাদেশ 

প্রাতিষ্ঠানিক নয়, হোম কোয়ারেন্টিনে বাংলাদেশ 

গতকাল সোমবাআর পাল্লেকেলেতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ এবং শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আজ বিমান বন্দরে ফেরার পরেই আশঙ্কা দেখা দিয়েছিলো কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নিয়ে। করোনা মহামারিতে সরকারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নাকি হোম কোয়ারেন্টিন সেই সমস্যার সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষেই। 

বিসিবি চাইছিলো, খেলোয়াড়দের যেন দেশে ফিরে আবারও হোটেলে না থাকতে হয়। আজ মঙ্গলবার বিকেল চারটায় মুমিনুল হকের দল বিমান বন্দরে নামার পরেই হোটেলে নাকি নিজের বাসায় যাবেন তা নিয়ে ছিলো প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিসিবির সাথে আলোচনার পর সেই প্রশ্নের উত্তরে জানিয়েছে, হোম কোয়ারেন্টিনেই থাকতে পারবেন তামিম ইকবালরা। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। 

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে। এজন্য গত রোববার থেকেই অনুশীলন শুরু করেছেন দেশে থাকা প্রাথমিক স্কোয়াডের সদস্যরা। শ্রীলঙ্কা থেকে ফেরা দলটির সদস্যদের মধ্যে যারা ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আছেন, তারাও কোয়ারেন্টিন শেষে যোগ দিবেন অনুশীলনে।