• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২১, ০৮:১২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ০৮:১২ পিএম

প্রাথমিক ২৩ সদস্যের ওয়ানডে স্কোয়াডে চমক 

প্রাথমিক ২৩ সদস্যের ওয়ানডে স্কোয়াডে চমক 

বর্তমানে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে অংশ নিচ্ছে। চলতি মাসের আগামী ১৬ তারিখ ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। তিন ম্যাচ সিরিজের জন্য প্রাথমিকভাবে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে তিন বছর পর ওয়ানডেতে ডাক পেলেন ইমরুল কায়েস। 

ইমরুল ওয়ানডের রঙ্গিন জার্সিতে দেশের হয়ে শেষ মাঠে নেমেছিলেন ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর শেষ টেস্ট খেলেছিলেন ভারতের বিপক্ষে ২০১৯ সালে, কলকাতায়। এবার দলে রাখা হয়েছে এই ওপেনারকে। অন্যদিকে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটিতে থাকায়। বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে মাঠ কাঁপাচ্ছেন তিনি। এছাড়াও আইপিএলের আরেক তারকা মোস্তাফিজুর রহমানকেও দলে রাখা হয়েছে। 

আগামীকাল রোববার থেকেই অনুশীলন শুরু করবেন সিরিজে ডাক পাওয়া খেলোয়াড়রা। শ্রীলঙ্কা সফরে থাকা সদস্যরা অবশ্য ফিরে কিছুদিন বিশ্রামের পর অনুশীলন করবেন। তবে ঈদের আগে অনুশীলন ৯ মে পর্যন্ত চলার কথা রয়েছে। 

বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডঃ  তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।