• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২১, ১২:০৫ এএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২১, ১২:০৫ এএম

বরিশালে ৩ কোটি টাকার চিংড়ি রেণু উদ্ধার

বরিশালে ৩ কোটি টাকার চিংড়ি রেণু উদ্ধার

বরিশালে ৩ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ির রেণু উদ্ধার করেছে নৌ-পুলিশ।এসময় চারজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকালে নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে  চিংড়ি রেণুগুলো উদ্ধার করা হয়।

বরিশাল নৌ সদর থানার ইনচার্জ এসআই অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেণু পোনা খুলনার উদ্দেশে যাচ্ছিল। এসময় চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২ ট্রাকটি আটক করা হয়। ট্রাক তল্লাশি করে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেণু পোনা উদ্ধার করা হয়।

এসময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। উদ্ধার চিংড়ি রেণুগুলো বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।