• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২, ২০২১, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০১:৩৬ পিএম

শ্রীলঙ্কার রানের পাহাড়ের নিচে বাংলাদেশ 

শ্রীলঙ্কার রানের পাহাড়ের নিচে বাংলাদেশ 

গতকাল পাল্লেকেলেতে তৃতীয় দিনে সফরকারী বাংলাদেশকে তিন সেশনের কম সময়েই গুটিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী টেস্টে ফলাফলের পাল্লা আপাতত স্বাগতিকদের দিকেই ভারী। দুই উইকেটের বিনিময়ে ১৭ রান সংগ্রহ করে দিন শেষ করা লঙ্কানরা আজ প্রথম সেশনে হারিয়েছে আরও চার উইকেট, তবে ৩১ ওভারে তুলে নিয়েছে আরও ১৫৫ রান। ফলে বাংলাদেশের সামনে ৪১৪ রানের লিড, যা আরও বাড়বে। 

নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৩ রানের বিপরীতে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ২৫১ রান। এতেই ২৪২ রানের লিডে এগিয়ে ছিলো দলটি। তবে ফলো অন না দিয়ে তারা নিজেরাই ব্যাটিং করতে নেমেছিল। সেই সিদ্ধান্তও বেশ সফলভাবে বাস্তবায়ন করেছেন অধিনায়ক দিমুঠ করুণারত্নে। তাইজুল ইসলাম অ্যাঞ্জেলো ম্যাথেউসকে ফেরানোর পরে করুণারত্নেকে ৬৬ রানে ফিরিয়েছেন বোলিং আক্রমণে ভ্যারিয়েশন আনা সাইফ হাসান। দুজনের ক্যাচই নিয়েছেন বদলি খেলোয়াড় ইয়াসির আলী। মারকুটে  খেলা দনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। মধ্যাহ্নভোজের বিরতিতে যাবার আগে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা পাত্থুম নিসাঙ্কাকে আউট করেছেন সেই তাইজুলই। 

বাংলাদেশের উপর সবগুলো উইকেট নিয়েই চড়াও হতে চাইবে শ্রীলঙ্কা, এটুকু নিশ্চিত। তবে দ্বিতীয় সেশোনে সবগুলো উইকেট নিতে পারলে এই রানের পাহাড় টপকানো কঠিন হলেও অসম্ভব হবেনা বাংলাদেশের জন্য।