• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১, ২০২১, ১১:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ১১:৪১ পিএম

মুক্ত হলো ২০ পাখি

মুক্ত হলো ২০ পাখি

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন প্রজাতির ২০টি পাখি উদ্ধার করে মুক্ত করে দেয়া হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে উপজেলার দুলর্ভপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিচালক জহির আকনের নির্দেশে ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম নেতৃত্ব দেন।

উদ্ধার হওয়া পাখি গুলোর মধ্যে সাতটি কালিম পাখি, তিনটি ডাহুক, দুটি বালিহাঁস, তিনটি শালিক ও পাঁচটি ঘুঘু ছিল।

ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম জানান, পাখিগুলো উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নবীন হোসেন বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছে। 

তিনি জানান, ২০১২ সালে প্রণীত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন সম্পর্কে অবগত না থাকায় অভিযুক্ত নবীনকে মুচলেকা রেখে ক্ষমা করে দেওয়া হয়েছে।