• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০২:১১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০২:১২ পিএম

মুফতি হারুন ইজাহারের ৯ দিনের রিমান্ড

মুফতি হারুন ইজাহারের ৯ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা ৩ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৩ মে) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়াও হাটহাজারী থানার আরও দুই মামলায় হারুন ইজাহারকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

আদালত সূত্র জানা যায়, ৩ মামলায় ৩ করে মোট ৯ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার মুফতি হারুন ইজাহারের বিরুদ্ধে ৩ মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন করে। আদালত শুনানির জন্য় এই দিন ধার্য করেন।

গত ২৮ এপ্রিল বুধবার নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হারুন ইজাহারকে গ্রেপ্তার করা হয়।

মুফতি হারুন ইজাহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।

হারুন ইজাহার বিস্ফোরক মামলায়ও ২০১৩ সালে গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পান। ওই মামলায় তার বাবা মুফতি ইজাহারও আসামি। এটি বিচারাধীন। 

এছাড়াও নতুন দুইটি মামলাসহ হারুন ইজাহারের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা হলো ২২টি।