• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ১২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০১:০০ পিএম

শর্টসার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

শর্টসার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১ মে) রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের সওদাগর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া বলেন, “খরর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই আগুনে ৬টি দোকান পুড়ে গেছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।