• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১, ২০২১, ১১:১৬ এএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ১১:২২ এএম

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা,  ব্যাটিংয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে শুরুতেই আঘাত হেনেছে তাসকিন। তার শিকার হয়েই রমেশ মেন্ডিস ফিরেছেন সাজঘরে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দিয়েছে লঙ্কানরা। 

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে কিছু সময় আগেই শুরু হয়েছে খেলা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন প্রায় দেড় ঘণ্টা খেলা হয়নি। ফলে আজ ১৫ মিনিট আগে শুরু হয় তৃতীয় দিনের খেলা। 

শ্রীলঙ্কা ৫০০ রান হওয়ার অপেক্ষা করেনি। তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দিল স্বাগতিকরা।

আগের দিনের অবিচ্ছিন্ন জুটি ভাঙতেই ৪৯৩ রানে ব্যাটিং ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান।

তাসকিন করা ইনিংসের ১৬০তম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন রমেশ। আউট হওয়ার আগে ৬৮ বলে করেন ৩৩ রান। রমেশের বিদায়ে ভাঙে ১১১ রানের সপ্তম উইকেট জুটি।