• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০২০, ১২:২৯ পিএম

৩০ টাকা কেজি মিলছে পেঁয়াজ

৩০ টাকা কেজি মিলছে পেঁয়াজ

ভারত ও দেশি পেঁয়াজের পর এবার চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা দাম নেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, শহরে ৮টি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই ও খাগড়াছড়িতে ৩টি ট্রাক পাঠানো হয়েছে। চীনা পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন, পেঁয়াজের পাশাপাশি সরকার টিসিবির ট্রাকে ৩০ টাকায় আলু বিক্রি করলে ভালো হতো।  

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে দেখা গেছে, টিসিবির ট্রাকের পেছনে মানুষের লম্বা লাইন। তবে চিনি, ডাল, সয়াবিন তেলের চেয়ে পেঁয়াজের চাহিদাই বেশি। 

জাগরণ/এমআর