• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৩, ২০১৯, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০১৯, ১০:৩৭ পিএম

ছবি ও লেখা

বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

বাজছে নতুন বঙ্গাব্দের আগমনী বার্তা। সময় আর বেশি নেই, তাই শুরু হয়েছে নতুন বাংলা সন ১৪২৬ বঙ্গাব্দ বরণের নানামুখী তৎপরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সরগরম নতুন রঙে আর আঁকাআঁকিতে। রঙ লেগেছে শিল্পাচার্য জয়নুলের স্মৃতিধন্য সবুজ-শ্যামল আঙিনায়। যেন নববর্ষের আগেই হাজির পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসবকে বরণ করতে এখন সচল শিল্পীর রঙ-তুলি। চারুকলা অনুষদে প্রবেশ করতেই চোখে পড়ে ছবি আঁকাআঁকির দৃশ্য। মঙ্গল শোভাযাত্রার ব্যয় মেটাতে চারুশিক্ষার্থীরা টেবিলে ছড়িয়ে দিয়েছেন রঙের কৌটা। সেগুলো থেকে রঙ তুলে চলছে চিত্রকর্ম সৃজন। এবারও জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে এখানে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে লোকজ ফরমেটে নানা অনুষঙ্গ। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশবরেণ্য শিল্পীরা এবং চারুকলা অনুষদের ছাত্র-শিক্ষকরা ছবি আঁকা, সরাচিত্র ও মুখোশসহ নানা ধরনের হাতের কাজ তৈরি করবেন। এসবের বিক্রয়লব্ধ অর্থে লোকজ আঙ্গিকে বিশালকার বর্ণিল ভাস্কর্য নির্মাণ করা হবে। এসবের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা ১৪২৬ এর জন্য প্রস্তুত হবেন। 

লেখা ও ছবি কাশেম হারুন  

 

কেএইচ/এসএমএম