• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ১০:৩৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ১০:৩৮ এএম

বুড়িগঙ্গা পারাপারে বসছে ক্যাবলকার

বুড়িগঙ্গা পারাপারে বসছে ক্যাবলকার
ক্যাবলকার


 

বুড়িগঙ্গা নদীতে প্রথমবারের মতো যাত্রী ও পণ্য পরিবহনে ক্যাবলকার সার্ভিস চালুর পরিকল্পনা করছে সরকার। ক্যাবলকার হলে বুড়িগঙ্গা নদীর দুই পাশে বসবাসকারী বাসিন্দাদের যোগাযোগ দুর্ভোগ কমবে, পাশাপাশি কমবে নদীপথে পারাপারে দুর্ঘটনাও। এছাড়াও পর্যটনে গুরুত্ব বাড়বে বুড়িগঙ্গার।

সদরঘাটে বুড়িগঙ্গা নদীর উপর এ ক্যাবলকার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

সংশ্লিষ্টরা জানান, কলকাতাভিত্তিক কোম্পানি কনভেয়ার ও রোপওয়ে সার্ভিসেস লিমিটেড এরই মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে।

গত ১৯ মার্চ সদরঘাট পরিদর্শন করেছে ভারতের একটি প্রতিনিধি দল। পরে ২০ মার্চ ভারতীয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখর চক্রবর্তীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল ‘এরিয়াল রোপওয়ে সিস্টেম’ নামে একটি ডিজিটাল উপস্থাপনাও দেয়।

এইচএস/টিএফ