• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৩:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০১৯, ০৯:৩৮ পিএম

তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার ব্যারিস্টার ইমতিয়াজ

তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার ব্যারিস্টার ইমতিয়াজ
ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ-ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী এ তথ্য জানান।

ওসি ফরমান বলেন, ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা হাতে পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা করেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি।

ওই মামলাতেই ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

এইচএম/এসএমএম