• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৪:১৬ পিএম

চলন্ত বাসের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চলন্ত বাসের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালে বাসের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত কিশোর পরিবহনশ্রমিক নয়ন কাজীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নয়ন কাজী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের শাহদাত কাজীর ছেলে। সে নগরীর রুপাতলী মওলানা ভাসানী সড়কের আলহাজ শামীম রাঢ়ীর বাড়িতে ভাড়া থাকত।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের মামা নাসির হাওলাদার বলেন, বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আলআমিন পরিবহন নামের একটি বাসে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঝালকাঠির দিকে যাচ্ছিল।

পথিমধ্যে কালিজারা গুরগোবাড়ীর পোল এলাকায় দুপুর আড়াইটার দিকে বাসের ছাদে উঠে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করার সময় সড়কের ওপরে থাকা তারের সাথে লেগে নিচে পড়ে যায় হেলপার নয়ন। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, নয়ন কাজী শ্রমিক ইউনিয়নের সদস্য ছিল। তাই শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এনআই