• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৫:১২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৫:১২ পিএম

জলাবদ্ধতা নিরসন

কালশীতে পাইপ ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র আতিকুল

কালশীতে পাইপ ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ১,১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের আজ শনিবার (১৮ মে) দুপুর ২টায় পাইপ ড্রেন নির্মাণের অগ্রগতি দেখতে কালশী এলাকা পরিদর্শন করেন। 

এরইমধ্যে ড্রেন নির্মাণের প্রায় শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। আশা করা হচ্ছে, এই ড্রেন নির্মাণ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে।

উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে এরইমধ্যে পরিষ্কার করা হয়েছে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।

টিএইচ/ এফসি