• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৫:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৬:০৮ পিএম

রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ অভিযান শুরু
রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ অভিযান শুরু -ছবি : জাগরণ

রাজধানীর গুলশান এলাকায় রোববার (১৯ মে) থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে রাস্তা ও ফুটপাত থেকে ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় হিলটনকে ১ লাখ টাকা এবং ফুটপাতে জেনারেটর এবং অন্যান্য সামগ্রী রাখায় আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 টিএইচ/একেএস