• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৬:২৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০৬:৩২ পিএম

রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান -ছবি : জাগরণ

রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

মঙ্গলবার (২১ মে) এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় উত্তরা ১৩নম্বর সেক্টরে জমজম টাওয়ারের কাছে অনুমোদনহীন তাঁত বস্ত্র মেলা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পূর্বে দোকান মালিকদেরকে দোকান ও মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়। পরে অস্থায়ী ২০টি দোকান, গেইট, বাউন্ডারি, প্যাভিলিয়ন উচ্ছেদ করা হয়। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় উত্তরা গরীব নেওয়াজ এভিনিউতে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ‘কুঞ্জ ডেভেলাপারস’কে সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

টিএইচ/একেএস