• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৯:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০৯:২৫ পিএম

অজ্ঞান প্রতিবন্ধির জ্ঞান ফেরালেন দুই আর্মড পুলিশ

অজ্ঞান প্রতিবন্ধির জ্ঞান ফেরালেন দুই আর্মড পুলিশ

প্রতিদিন সকাল ১০টায় সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের নির্ধারিত ২নং গেটের পাশে পুরনো সংবাদ পত্রের পাতা বিছিয়ে বসেন প্রতিবন্ধি আছিয়া বানু। সূর্য পশ্চিম দিকে হেলে পড়তেই ফিরে যান তার গন্তব্যে। সারা দিন হাত পেতে যা পান তাই দিয়ে চলে তার সংসার। আছিয়া বানুর বয়স ৪০ পেরিয়েছে তা দেখলে বোঝা যায়। তবে তার সংসারে কে কে আছে, আর থাকেনইবা কোথায়, তা জানার উপায় নেই। নামটা জানা গেছে গলায় ঝোলানো বড় একটি প্লাকার্ড থেকে।

প্রতিদিনের মত আজও সচিবালয়ের গেটে এসে বসেছিলেন। কিন্তু দুপুরেরর খড় তাপে এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন আছিয়া। কত মানুষ সচিবালয়ের সামনের এই ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন, কেউই একটু সাহায্যে এগিয়ে এলেন না। কারো তো তাকিয়ে দেখার সময়ও হলো না। তবে সচিবালয়ের চার দেয়ালের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ব্যটালিয়ন পুলিশের দুই সদস্যর চোখ পড়তেই দ্রুত ছুটে এসে ঠান্ডা পানি মাথায় ঢেলে তার জ্ঞান ফিরিয়ে আনতে চেষ্টা করেন। কিছু সময় পর অবশ্য সুস্থ্য হয়ে আছিয়া বেগম পুলিশের সহযোগিতায় রিকসায় করে ফিরে যান তার গন্তব্যে। বিষয়টি দৈনিক জাগরণের এই প্রতিবেদকের চোখ এড়ায়নি।

এমএএম