• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৯, ০৫:১৩ পিএম

আশ্বাসে পিছু হঠলেন রিকশা চালকরা

আশ্বাসে পিছু হঠলেন রিকশা চালকরা
রিকশা শ্রমিকদের রাস্তা অবরোধ - ছবি: কাশেম হারুন

মুগদা ৬নং, মাণ্ডা ৭১, ৭২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বাসে অবশেষে সড়ক ছেড়ে পিছু হঠলেন রিকশা চালক ও মালিকরা।

আজ সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে কাউন্সিলর এবং নেতা কর্মীদের আশ্বাসে তারা সড়ক ছেড়ে চলে যান।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর এবং নেতাকর্মীরা রিকশা চালকদের আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে দুই সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করা হবে। প্রেক্ষিতে রিকশা চালকরা বলেছেন, আগামীকালের মধ্যে সুরাহা না হলে আন্দোলনে নামবেন।

রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন রিকশাচালক ও মালিকরা। মুগদা, মানিকনগর, মাণ্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা। আশ্বাসের ভিত্তিতে রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত রিকশাচালক ও মালিকরা। রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে দুই সিটি করপোরেশন। এর প্রতিবাদ জানিয়ে আসছে।


টিএইচ/একেএস

আরও পড়ুন