• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৪:০৬ পিএম

২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত 

২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত 
সিএনজি স্টেশন

গ্যাসের সক্ষমতা অর্জন করায় আগামী ১ আগস্ট থেকে দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মো.রহমতুল্লাহ মুনিম।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান। 

সচিব বলেন, দেশবাসীর জন্য একটি সুখবর হচ্ছে, আমাদের গ্যাস ফিল্ড থেকে আমরা ১০০ কোটি মিলিয়ন (১ হাজার মিলিয়ন) ঘন ফুট গ্যাস বেশি উত্তোলন করতে পেরেছি। আগে উত্তোলন হতো ২ হাজার ৭৫০ কোটি ঘন ফুট। এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ১ কোটি ঘন ফুট গ্যাস। আর সে কারণেই এখন থেকে সকল সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

তিনি বলেন, শিল্প, সার কারখানা, বিদ্যুৎ প্লান্টে গ্যাস সংযোগে অগ্রাধিকার দেয়া হবে। নতুন শিল্পে উৎসাহিত করতে সরকার আন্তরিক।

এমএএম/বিএস