• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৫:২১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০৬:০১ পিএম

এডিস মশা প্রতিরোধে ঈদ ছুটিতে রাজধানীবাসীকে ৬ নির্দেশনা

এডিস মশা প্রতিরোধে ঈদ ছুটিতে রাজধানীবাসীকে ৬ নির্দেশনা

ঈদুল আজহার ছুটিতে এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের উদ্দেশে ৬টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১. বাড়ি, অফিস, সকল প্রতিষ্ঠানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের টয়লেটের হাই এবং লো কমোড ঢেকে দিয়ে যেতে হবে। 

২. রেফ্রিজারেটরের ট্রে-এর পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে।

৩. এয়ার কন্ডিশনারের পাইপের পানিসহ যে কোনো পানি পরিষ্কার করে রেখে যেতে হবে।

৪. বালতি, বদনা, হাড়ি-পাতিল, ড্রাম, গামলা, ঘটি-বাটি ইত্যাদির পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে।

৫. বারান্দা ও বাসার ছাদের উপর রাখা ফুলের টবের ট্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে, 

৬. পানির ট্যাংকের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।

বুধবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে নিয়মিত আলোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা, এমআইএসের পরিচালক সমীর কান্তি সরকার, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট এর লাইন ডিরেক্টর সত্যকাম চক্রবর্তী, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর কর্মকর্তা এমএম আকতারুজ্জামান প্রমুখ। 

সভায় আরও সিদ্ধান্ত হয়- ঈদের ছুটিতে সকল সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখা হবে, ঈদের দিন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারগণ (সিএইচসিপি) অন-কলে চিকিৎসা কাজে দায়িত্বরত থাকবেন, স্থানীয় কোনো রোগীর যে কোনো সমস্যায় সিএইচসিপিদের প্রদানকৃত মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।

সভায় জানানো হয়- ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতকরণে মাঠপর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চালু থাকবে, বাংলাদেশ মেডিসিন সোসাইটি-এর সহযোগিতায় ২৬ টি জেলার সিভিল সার্জন ও সংশ্লিষ্ট আরএমও, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞের অংশগ্রহণে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সরকারি হাসপাতালসমূহে ৩৪০টি আইসিইউ বেড ও ৩৩৫ টি ডায়ালাইসিস ইউনিট চালু আছে। এছাড়াও বেসরকারি হাসপাতালসমূহেও এই সেবা চালু আছে। সব বিমানবন্দর, স্থলবন্দর, নৌ ও সমুদ্রবন্দরসমূহে এক্স-স্ট্যান্ডের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে।

আরএম/ এফসি

আরও পড়ুন