• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০১৯, ০৪:০৯ পিএম

ডেঙ্গু পরিস্থিতি

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২১৭৬

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত  ২১৭৬
ডেঙ্গু রোগীদের জায়গা দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে রোগীদের-ছবি : বিবিসি

৯ আগস্ট সকাল ৮টা থেকে ১০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া)  ২ হাজার ১৭৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ৮ আগস্ট সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ২০০২ জন, ৭ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ২৩২৬জন, ৬ আগস্ট সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ২৪২৮জন, ৫ আগস্ট সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ২৩৪৮জন, গত ৪ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ২০৬৫  জন, ৩ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ১৮৭০জন, ২ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ১৬৪৯জন, ১ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী ছাড়া) ১৬৮৭জন, ৩১ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৭১২ জন, ৩০ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭ জন, ২৯ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬০টি জেলার হাসপাতালগুলোতে ১ হাজার ৩৫ জন,  ২৮ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৫০ জেলায় ১ হাজার ৯৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদফতরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত ২১৭৬ জন নিয়ে এ বছর (১০ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৩৮ হাজার ৮৪৪ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪২০জন।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নতুন আক্রান্ত ২ হাজার ১৭৬ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৩ জন, মিটফোর্ড হাসপাতালে ৬৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন, পিলখানাস্থ বিজিবি হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এ ছাড়া একই সময়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৫জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বারডেম হাসপাতালে ৯ জন, ইবনে সিনা হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে ১৯ জন, ধানমণ্ডির কমফোর্ট নার্সিংয়ে ৬ জন, শমরিতা হাসপাতালে ২ জন, ডেল্টা মেডিকেল কলেজে ১৩ জন, ল্যাবএইডে ২ জন, সেন্ট্রাল হাসপাতালে ২১ জন, হাই কেয়ার হাসপাতালে ৭ জন, হেলথ অ্যান্ড হোপে ২ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৩৩ জন, ইউনাইটেড হাসপাতালে ২৬ জন, খিদমাহ হাসপাতালে ৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৪জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১জন, অ্যাপোলো হাসপাতালে ১৭জন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বিআরবি হাসপাতালে ৭ জন, আজগর আলী হাসপাতালে ১৫ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৪ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৬ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৮ জন, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে দৈনিক জাগরণকে জানান হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার।

গত ২৪ ঘণ্টাতেই ঢাকা বিভাগে (শহর ব্যতীত) ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, খুলনা বিভাগে ১২৬ জন, রংপুর বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, সিলেট বিভাগে ৩২ জন ও ময়মনসিংহ বিভাগে ৮৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে (ঢাকা শহর ব্যতীত) ১২ হাজার ১৯৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ৪১৬২ জন ঢাকার বাইরে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ২৯ জনের মারা যাওয়ার তথ্য সরকারিভাবে বলা হলেও বিভিন্ন গণমাধ্যমসহ নানা সূত্র বলছে ৭৯ জনেরও বেশি।

আরএম/এসএমএম

আরও পড়ুন