• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ০৭:৫৭ পিএম

স্বাস্থ্য অধিদফতরের জরিপ

এডিস মশা বেশি বাস টার্মিনাল-রেলস্টেশনে

এডিস মশা বেশি বাস টার্মিনাল-রেলস্টেশনে

ঢাকার বাস টার্মিনাল, বাস ডিপো ও রেলওয়ে স্টেশনে এডিস মশার উপস্থিতি বেশি পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং এডিস মশার লার্ভা বেশি পেয়েছে পরিত্যক্ত টায়ারে।

৩১ জুলাই থেকে ৪ আগস্ট ঢাকার ১৪টি এলাকায় এই জরিপ চালিয়ে এসব তথ্য পায় রোগ নিয়ন্ত্রণ শাখা।

রোববার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়।

ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির ব্যবস্থাপক ও চিকিৎসক আখতারুজ্জামান দৈনিক জাগরণকে জানান, ১৪টি এলাকার ৮৬ শতাংশ স্থানে মশা অত্যন্ত বেশি।

কীটতত্ত্ববিদদের চারটি দল এই জরিপ করে। এটি ছিল নিয়মিত জরিপের অতিরিক্ত। এর মাধ্যমে বাসটার্মিনাল, রেলওয়ে স্টেশন, বস্তি, মেট্রোরেল প্রকল্প, পুলিশ লাইন, হাসপাতালকে বিশেষ গুরুত্ব দেন জরিপকারীরা।

এমনিতে রোগ নিয়ন্ত্রণ শাখা বছরে তিনবার ঢাকায় মশার জরিপ করে। এটা তাদের নিয়মিত কাজ। এ বছর মার্চে তারা দুই সিটি করপোরেশনের ১০০টি স্থানে জরিপ করেছে।

১৭-২৭ জুলাই ১০০টি স্থানে আবার বছরের দ্বিতীয় জরিপ করা হয়।

আরএম/এসএমএম

আরও পড়ুন