• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০১৯, ০২:২১ পিএম

কোরবানি দিতে গিয়ে দুই শতাধিক আহত

কোরবানি দিতে গিয়ে দুই শতাধিক আহত

কোরবানি দিতে গিয়ে রাজধানীসহ আশপাশের জেলার প্রায় দুই শতাধিক লোক আহত হয়েছেন। এদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোরবানির সময় চাকু দিয়ে কারও হাত, কারও পা এমনকী কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়, অনেকে আবার গরুর শিংয়ের আঘাত পেয়েও আহত হয়েছেন।

প্রতি বছরই কোরবানি দেয়ার সময় দুর্ঘটনায় অনেকে আহত হন। এবারও আজ সকাল ৮টা থেকে কোরবানি দেয়া শুরু হলে আহত হওয়ার ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০০ জন কোরবানির দেয়ার সময় আহত হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর হাজারীবাগ, ধানমণ্ডি, রামপুরা, বনশ্রী, মিরপুর, পুরান ঢাকাসহ অনেক এলাকা থেকেই লোকজন আহত হয়ে হাসপাতলে আসছেন।

এইচ এম/ এফসি

আরও পড়ুন