• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০১৯, ০১:০৩ পিএম

ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় কুমিল্লা থেকে আসা বিল্লাল হোসেন নামে একজনের। আর সোহরাওয়ার্দী হাসপাতালে সামিয়া নামের ৮ বছর বয়সী এক শিশু মারা গেছে। অন্যদিকে খুলনা মেডিকেলে রাসেল নামে আরেকজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঈদ উপলক্ষে অনেক লোক ঢাকার বাইরে গেলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।

অন্যদিকে  ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২ হাজার ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ১ হাজার ২৫১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে- ঢাকা বিভাগে ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৯ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, রংপুর বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, সিলেট বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্তদের নিয়ে এ বছর (১২ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৪৩ হাজার ২৭১ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৬ জন। ঢাকার বাইরে ৩,৮০৪ জন  স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নতুন আক্রান্ত আক্রান্ত ২,০৯৩ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৭০ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৬৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৯ জন, বিজিবি হাসপাতালে ৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

 

জেড এইচ/একেএস

আরও পড়ুন