• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৯:০০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০১৯, ০৯:০১ পিএম

জাতীয় শোক দিবস

বনানী কবরস্থান পরিদর্শন করলেন ডিএনসিসি মেয়র

বনানী কবরস্থান পরিদর্শন করলেন ডিএনসিসি মেয়র
জাতীয় শোক উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে নগরীতে লাগানো হয়েছে এ ধরনের ব্যানার-ছবি : জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র আতিকুল ইসলাম বুধবার (১৪ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থান পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শহীদ হওয়া তার পরিবারের সদস্যবৃন্দ এবং নিকটজনদের কবরে দোয়া, মুনাজাত ও শ্রদ্ধাঞ্জলি জানাতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

১৫ আগস্ট ১৯৭৫ সালে শহীদ হওয়া সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে ডিএনসিসি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। 

বনানী কবরস্থান পরিদর্শন করে মেয়র সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ১৫ আগস্ট ১৯৭৫ সালে শহীদ হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং নিকটজনরা বনানী কবরস্থানে সমাহিত। তাদের যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে শ্রদ্ধা জানাতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন