• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৬:৩০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ০৬:৩০ পিএম

খাল দখলকারীদের তালিকা চেয়ে ওয়াসা ও ডিসিকে দুদকের চিঠি

খাল দখলকারীদের তালিকা চেয়ে ওয়াসা ও ডিসিকে দুদকের চিঠি

ঢাকা মহানগরের দখল হওয়া খাল ও দখলদারদের তালিকা চেয়ে ওয়াসা এবং জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়েছে।

দৈনিক জাগরণকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

নগর পরিকল্পনাবিদ, ইতিহাসভিত্তিক বিভিন্ন নথি থেকে জানা যায়, রাজধানীতে একসময় ৬৩টি খাল প্রবাহিত ছিল। এখন থেকে তিন দশক আগেও এ সংখ্যা ছিল ৫০টির বেশি। তাছাড়া নগরীর চতুর্দিকে চারটি নদী ও ব্যাপক উন্মুক্ত জলাধার ছিল।  কিন্তু অবৈধ দখলের কারণে খালের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৬টিতে, তাও আবার বেদখলে হয়ে গেছে নালার মতো।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশনের প্রধান প্রবাহ বা গতিপথ হচ্ছে এই ২৬টি খাল। এর মধ্যে প্রধান খালগুলো বিশেষ করে ইব্রাহীমপুর ও কল্যাণপুর খালের প্রবাহ গিয়ে মিলিত হয়েছে তুরাগ নদে। ধানমণ্ডি লেক, পরিবাগ খাল, গুলশান-বনানী-বারিধারা লেক ‍ও হাতিরঝিল-বেগুনবাড়ী খালের প্রবাহ গিয়ে পড়েছে বালু নদীতে। সেগুনবাগিচা, জিরানী ও ধোলাইখাল গিয়ে পড়েছে বালু ও বুড়িগঙ্গা নদীতে। এই ২৬টি খালের মালিকানা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের। তবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ওয়াসার।

এইচএস/ এফসি

আরও পড়ুন