• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৬:৩২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৬:৩২ পিএম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

গাইবান্ধা সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে খোকন মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী জুঁই বেগম (৪৩)।

শনিবার (৩১ আগস্ট) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়ার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার এলাকার মতিয়ার রহমান বাদশার ছেলে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আমিরুল ইসলাম জানান, শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই দম্পতির বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে খোকন মিয়ার মৃত্যু হয়। স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বাদ আসর নিজ গ্রামে খোকন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

এনআই

আরও পড়ুন