• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০৩:২২ পিএম

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান 

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ  অভিযান 
মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান- ছবি: জাগরণ

রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লক এলাকার মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  

রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
 
দীর্ঘদিন ধরে তাজমহল রোডের মাঠটির সংস্কার কাজ করা হলেও অবৈধ স্থাপনার জন্য কাজটি শেষ হচ্ছিল না। মাঠের ভেতরে বেশ খানিকটা জায়গা অবৈধভাবে দখল করে একটি বড় রান্নাঘর ও দুটি দোকান তৈরি করা হয়। মাঠ সংস্কারের জন্য ইতোপূর্বে একাধিকবার সংশ্লিষ্টদের এ বিষয়ে নোটিস করা হলেও তারা কর্ণপাত করেনি।
 
অভিযানে প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতন, প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, সম্পত্তি কর্মকর্তা সগির হোসেন উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের উচ্চেদ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক সহায়তা প্রদান করে।

টিএইচ/বিএস 
 

আরও পড়ুন