• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৯:২৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৯:২৪ এএম

মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর দক্ষিণ মুগদার ওয়াপদা গলিতে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছাদে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে যান। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। নিহত আশরাফুল শরীয়তপুর জেলার পালং উপজেলার চড়কান্দি গ্রামের মনির খাঁর ছেলে।

নিহতের মামা দেলোয়ার হোসেন বাদশা মিয়া জানান, রাত পৌনে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে আশরাফুল দ্বিতীয় ছিলেন। তিনি স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এইচ এম/টিএফ

আরও পড়ুন