• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৬:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৭:০০ পিএম

ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিল

মাকে অপমানের ক্ষোভে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

মাকে অপমানের ক্ষোভে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাজধানীর মিরপুরে মুঠোফোনে শিক্ষার্থীর মাকে অপমান করেছেন কলেজ শিক্ষক। এরই জেরে স্থানীয় বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজের এক শিক্ষার্থী কলেজ ভবনের ৩য় তলা থেকে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম আকাশ। তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১৩ কলেজ ভবনে এ ঘটনাটি ঘটে।

কলেজে আকাশের একাধিক সহপাঠী জানান, আত্মহত্যার চেষ্টায় আহত শাহরিয়ার আলম আকাশ ওই কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। এ ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ ও শ্লোগান দিতে থাকেন। কলেজ কর্তৃপক্ষ থামাতে এলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।  

এবিষয়ে কাফরুল থানার এসআই সাদ্দাম হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটির পরীক্ষার ফল খারাপ হওয়ায় কলেজ থেকে সকালে তার মাকে ফোন দিয়ে অপমান করা হয়। এ নিয়ে ছেলেটির সঙ্গে বাড়িতেই মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে সে কলেজে এসে ৩য় তলা থেকে নিচে লাফ দেয়। কলেজে ছেলেটিকে পাইনি। সে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, এ ঘটনার পরই খবর পেয়ে আকাশের সহপাঠীরা কলেজের ভিতরে মিছিল এবং বিক্ষোভ করে। তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস (বিচার চাই) বলে শ্লোগান দিয়ে কলেজের করিডোর প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের কথায় তারা শান্ত হন।

এ ঘটনার পর কলেজে উপস্থিত মনিকা নামের এক অভিভাবক বলেন, স্কুল শাখায় ছেলে পড়াশোনা করে। তাকে স্কুলে দিতে সকালে যাই। তখন শুনতে পাই আকাশ নামে একটি ছেলে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমি গেট দিয়ে ঢুকতেই মারামারি দেখি। এরপর বের হয়ে যাই। সন্তানকে আর স্কুলে দেইনি।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নিজেদের দোষ ঢাকতে কলেজ কর্তৃপক্ষ সব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেছে। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ। 

এইচ এম/টিএফ

আরও পড়ুন