• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:৪৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:৪৬ এএম

ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা

ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা
সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর এসপি মো. শাহবুদ্দীন - ছবি : জাগরণ

রাজধানীর ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা করেছে র‌্যাব-২। ২৪ ঘণ্টার জন্য এটি সিলগালা করা হয়েছে। ক্লাবে অভিযান পরিচালনা করলেও শুক্রবার বার বন্ধ থাকায় এর ভেতরে প্রবেশ করেনি র‌্যাব সদস্যরা। পরবর্তীতে বারটিতে অভিযান চলবে। শুক্রবার বার বন্ধ - তা তারা জানতো না বলে দাবি করেছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধানমণ্ডি ক্লাবের বারটি সিলগালা করা হয়।     

অভিযান শেষে সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর এসপি মো. শাহবুদ্দীন বলেন, ‘রাজধানীতে ক্লাবের অন্তরালে মাদক, ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে ধানমণ্ডি ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাবে দুএকজন স্টাফ ছাড়া কেউ ছিল না।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের একটি বার রয়েছে। কিন্তু ক্লাবটি বন্ধ থাকায় রেজিস্ট্রারের সঙ্গে বারের অনুমোদন অনুযায়ী লিকারের স্টক মেলাতে পারিনি। তাই র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবটির বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্লাবের লোকজনের কাছ থেকে স্টকের হিসাব নেব। রেজিস্ট্রার অনুযায়ী লিকারের স্টকের অসঙ্গতি থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বারের লিকারের গোডাউন বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি।’

এমএ/ এফসি

আরও পড়ুন