• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:২২ পিএম

উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কের উদ্বোধন

উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কের উদ্বোধন
পার্ক উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন মেয়রসহ অন্যান্যরা-ছবি : জাগরণ

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এর মেয়র আতিকুল ইসলাম। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন, প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ, ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে পার্কের উদ্বোধনকালে মেয়র বলেন, এ রকম ২৪টি পার্ক পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে।  

পার্কটির ডিজাইন করেছেন স্থপতি শাহজাবিন কবির।

২ দশমিক ৪৫৯ একর আয়তনের এ পার্কটির সংস্কারে ব্যয় হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা। পার্কটিতে সকল বয়সীদের বিনোদন ব্যবস্থা, পর্যাপ্ত বসার আসন, প্রায় ৭৫০ মিটার ওয়াকওয়ে, শিশুদের জন্য একটি স্লিপার, ২টি দোলনাসহ ছোট পরিসরে ক্রিকেট খেলার স্থান, আলাদা বাইসাইকেল লেন, রাতের বেলা নিরাপদে হাঁটার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পার্কের অভ্যন্তরে একটি উন্নতমানের পাবলিক টয়লেট, দৃষ্টিনন্দন গেটসহ চারপাশে বাউন্ডারি গ্রিল ও একশ প্রজাতির বৃক্ষরোপণ করে সবুজায়ন করা হয়েছে।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন