• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৫:৩১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৫:৩৭ পিএম

গুলিস্তান ও মতিঝিল এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গুলিস্তান ও মতিঝিল এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গুলিস্তান ও মতিঝিল এলাকায় ডিএসসিসি’র উচ্ছেদ অভিযান -ছবি : জাগরণ

রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৫ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে প্রথমে ফনিক্স রোডের ওসমানী উদ্যানের দক্ষিণ পাশে গোলাপশাহ মাজার হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাতের ৫৫টি দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়াও মতিঝিলের ইসলাম টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পার্শ্বের রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ৬০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ অভিযানকালে উপস্থিত ছিলেন।

টিএইচ/একেএস

আরও পড়ুন