• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৯:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৯:১২ পিএম

শ্যামলী ও উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

শ্যামলী ও উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
শ্যামলী ও উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান -ছবি : জাগরণ

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর শ্যামলী ও উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় শ্যামলীতে ১৫০টি অবৈধ স্থাপনা অপসারণ এবং উত্তরায় ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন শ্যামলীতে এবং জুলকার নায়ন উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শ্যামলী রিং রোডের উভয় পাশের প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা, মোটরসাইকেল পার্ক করা, এসি স্থাপন, জেনারেটর রাখা এসব কারণে ১১টি মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম হাসু এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া উত্তরা ৩ নম্বর সেক্টর ও জসিম উদ্দিন এভিনিউ থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। 

টিএইচ/একেএস

আরও পড়ুন