• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ০৭:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ০৭:৫৫ পিএম

প্লট বিক্রির নামে দু’শ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ 

প্লট বিক্রির নামে দু’শ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ 
সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন ভুক্তভোগীরা -ছবি : জাগরণ

রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি-পাতিরা মৌজায় অবস্থিত প্লটের রাজউকের অনুমোদন পর্যন্ত নেয়া হয়নি। অথচ ১৮০০ গ্রহীতার কাছে প্লট বিক্রির নামে এ অর্থ হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে একটি চক্র। 

শনিবার(১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে রিলায়েন্স মডেল টাউন প্লট ওনার্স ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আবুল হুসাইন ও সদস্য সচিব ফরহাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, রিলায়েন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস হাউজিং কোম্পানির চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, এমডি আরিফুর রহমান ওসমানী, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরাজী ও ভাইস চেয়ারম্যান বিসিআইসির বরখাস্ত জিএম দেলোয়ার হোসেন প্রতিষ্ঠানটির সাধারণ পরিচালকদের জিম্মি করে দেড় যুগ ধরে কোম্পানির প্লট বিক্রির সকল টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। এখন তাদের অফিস ও মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। যোগাযোগের সকল চেষ্টা করেও আমরা বারবার ব্যর্থ হয়েছি।

তারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের খিলক্ষেত থানাধীন ডুমনি-পাতিরা মৌজার ৪৩নং ওয়ার্ডে রিলায়েন্স মডেল টাউনের ১৮০০ প্লটমালিক ও গ্রাহক রিলায়েন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস কোম্পানির প্রতারণার শিকার। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই প্রবাসী। কোম্পানিটির শুরু থেকে চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান বিভিন্ন সময় কোম্পানির বিভিন্ন পদে রয়েছেন। এ চক্রটি কখনও নিজেদের চেয়ারম্যান, কখনও এমডি বা ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের কোষাধ্যক্ষ মিয়াজ উদ্দিন, সদস্য আবদুল হালিম, মোবারক হোসেন মোহন, জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী সহিদুল ইসলাম, নূরে আলম এলাহী, সাইদুর রহমান, কাজী জাকারিয়া, আমিনুর রহমান, মাকসুজ্জামানসহ শতাধিক প্লটগ্রহীতা উপস্থিত ছিলেন।

টিএইচ/এসএমএম