• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৯:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৯:৩৮ পিএম

কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কারওয়ান বাজার এলাকায় উচ্ছেদ অভিযান কার্যক্রম -ছবি : জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কয়েক ঘন্টাব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা, মুরগি পট্টির ফুটপাত, কাঠপট্টির ফুটপাত, কাঁচাবাজারের ফুটপাত থেকে প্রায় ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করা হয়। অবৈধভাবে গড়ে ওঠা বাউন্ডালি ওয়ালও ভেঙে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, ডিএনসিসি রাস্তার ওপর কোনও অবৈধ দোকান বসতে দেয়া হবে না। নগরীর সৌন্দর্য বাড়াতে ফুটপাত পরিষ্কার রাখার লক্ষ্যে ডিএনসিসি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

রাস্তা পরিষ্কার রাখার জন্য ভাসমান দোকান-পাট, অবৈধ-স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান মাসুদ হোসেন।  এ সময় তিনি জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) শ্যামলী রিংরোডে অভিযান চালানো হবে।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন